ঝিনাইদহের চোখ- আমাদের মুক্তিযুদ্ধে নারীরও ছিল সক্রিয় অংশগ্রহণ। যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি নারী বিভিন্নভাবে এ সময় সহযোগিতা করেছেন। বীরপ্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবি তেমনই একজন নারী। সেইসব অজানা নারীর বীরত্ব তুলে ধরা হবে ‘তারামন’ সিনেমায়। এবং তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। নবীন নির্মাতা আমিনুর ইসলাম লিটনের পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। আজ এক সংবাদ […]