
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।আর এ চুক্তিতে আছেন ২১ জন ক্রিকেটার। সাকিব আল হাসানসহ তিন ফরম্যাটের চুক্তিতে আছেন আরও ৫ জন। চুক্তিতে জায়গা হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসেরও।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন ধ্রুব।ওয়ানডে এবং টেস্ট উভয় ফরম্যাটের চুক্তিতে আছেন তামিম ইকবাল এবং মেহেদী হাসান মিরাজ।
শুধুমাত্র টেস্টের চুক্তিতে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়। শুধুমাত্র টি-টোয়েন্টি চুক্তিতে আছেন নুরুল হাসান সোহান, নাঈম শেখ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান।
চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফ উদ্দিন,সাইফ হাসান এবং আবু জায়েদ রাহী। ইয়াসির চৌধুরী রাব্বি এবং মাহমুদুল হাসান জয় চুক্তিতে আছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৯ মার্চ সাকিব আল হাসানকে দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে।
বার্তাবাজার/জে আই