ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রাশিয়া দাবি করছে তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা করছে না। কিন্তু গত ২৪ ঘণ্টায় তারা অন্তত ৩৩টি স্থানে বোমা হামলা করেছে।
এদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভ থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ সেনারা। ইউক্রেন সেনাদের সঙ্গে স্থানীয়রা পেট্রোল বোমা ছুড়ে বাধা সৃষ্টির চেষ্টা করছে।
এক বিবৃতিতে নাগরিকদের শান্ত থাকার নির্দেশনা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি তাদের ঘর থেকে বের না হওয়ার কথাও বলা হয়েছে।