শৈলবার্তা ডেস্ক :
মনিরামপুরে দুইটি ফার্নিচারের দোকানে আগুন লেগে ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের দোলখোলা মোড়ের সুমন ফার্নিচার ও দীঘি ফার্নিচারে আগুনের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ধারনা। আর দুইটি ফার্নিচারের দোকানে মোট ক্ষতি হয়েছে পাঁচ লাখ টাকার। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে হঠাৎকরেই দোলখোলা মোড়ের সুমন ফার্নিচার ও দীঘি ফার্নিচারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তার আগে প্রতিষ্ঠান দুইটিতে থাকা সব ফার্নিচার ও সাইজকাঠসহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মিভূত হয়।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার প্রণব বিশ্বাস জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
The post ২টি ফানির্চারের দোকান আগুনে ভস্মিভূত appeared first on শৈলবার্তা.