
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবাসহ মোস্তাক আহমদ (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার মৃত আবুল খায়ের এর ছেলে এবং গেলো পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় পৌরসভার কুলাল পাড়া হতে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাল পাড়া তার বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর