
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। ২০০৮ সালের পর বিশ্ববাজারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা রাশিয়ার তেল আমদানি নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা ও ইরানের অপরিশোধিত তেল বিক্রি শুরুতে দেরি হওয়ায় ১৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি তেলের দাম বাড়ল বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাজ্যের পেট্রল পাম্পগুলোতে ১৫৫ পাউন্ডে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা দ্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন। এতে গ্যালন প্রতি বাড়তি দাম গুনতে হচ্ছে সাত ডলার। আর রোববার দেশটিতে গড়ে ১৫৫.৬২ পাউন্ডে বিক্রি হয়েছে এক লিটার পেট্রল। আর এক লিটার ডিজেল বিক্রি হয়েছে ১৬১.২৮ পাউন্ডে।
এর আগে ২০০৮ সালের জুলাইয়ে ১৪৭.৫০ মার্কিন ডলার এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম হয়েছিল।
বাজারে অতিরিক্ত সরবরাহ শুরু হলেও এই পরিস্থিতি সহসা বদলাবে না বলে সতর্ক করেছেন পোর্টল্যান্ড ফুয়েলের ব্যবস্থাপনা পরিচালক জেমস স্পেন্সার।
বার্তাবাজর/ না. সা.