
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) দুপুরে প্রতিষ্ঠনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: নুর সাখাওয়াত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শরীফুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইজ্জত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সহ শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একে এম রেজাউল/বার্তাবাজার/এম.এম