তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন লিটন দাস। ফলশ্রুতিতে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। লিটন তার এই ‘ম্যান অব দ্যা সিরিজ’ খেতাব উৎসর্গ করেছেন স্ত্রী সঞ্চিতা দাসকে।
আজ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘আমার স্ত্রী আমাকে অনেক সাপোর্ট দেয়। তাকেই উৎসর্গ করছি।’
এদিকে ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান, আছে একটি শতক আর একটি অর্ধশতক। স্বভাবতই নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লিটন। তবে কিছু উচ্ছ্বাস চাপা পড়ল শেষ ম্যাচে দল হেরে যাওয়ায়।
এ সময় লিটন জানান, ‘নিজের পারফরম্যান্সে আমি অনেক খুশি। তবে দল জিতলে নিজের পারফরম্যান্সের মূল্য বেড়ে যায়। প্রথম ১৫ ওভার দেখেশুনে খেলেছি, কারণ তারা প্রথম পাওয়ারপ্লেতে খুব ভালো বোলিং করছিল। ঐ সময়টা বুঝেশুনে খেলেছি। আমার লক্ষ্য ছিল ৩৫ ওভার ব্যাট করা। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে খেলার দৃশ্যপট ভিন্ন কিছু হতে পারত।’
The post সিরিজ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করলেন লিটন appeared first on bd24report.com.