
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তি পালের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, ওসি মোহাম্মদ বেরহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা জাহান তোরন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল।
সভা শেষে ৫০ জন নারী প্রশিক্ষনার্থীদের হাতে ভাতার চেক তুলে দেওয়া হয়। এরপর কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক সৃষ্টি মনির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
মিজান/বার্তাবাজার/এ.আর