
নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত বলিউড তারকা সানি লিওনকে বাংলাদেশে আমন্ত্রণ করে নিয়ে আসায় ‘গান বাংলা’ টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেছে ইসলামী ঐক্যজোট। রোববার সকালে দলটির চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ এক বিবৃতিতে এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, মুসলমানদের চরিত্র ধ্বংসকারী একজন পর্ণ তারকাকে ওলি-আওলিয়ার পুণ্যভূমি বাংলাদেশে এনে গান বাংলা টিভির সিও কৌশিক হোসেন তাপস ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বেইমানি করেছে। তার এই দু:সাহস ক্ষমার অযোগ্য অপরাধ।
তারা বলেন, আজকের দিনের মধ্যে তাপসকে গ্রেফতার ও বিতর্কিত তারকাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। অন্যথায় ‘গান বাংলা’ টিভির কার্যালয় ঘেরাও করা হবে।
এই নেতৃদ্বয় বলেন, একজন পর্ণ তারকা কিভাবে সরকারি ভ্রমণ নিষেধাজ্ঞার পরও ভিসা পেয়ে দেশে চলে এলো, এজন্য তথ্যমন্ত্রীকেও জবাব দিতে হবে।
বিবৃতিতে তারা দেশের আলেম-উলামা ও তাওহিদি জনতাকে চলমান এই ইস্যুতে প্রতিবাদ করার আহ্বান জানান।
বার্তাবাজার/না. সা.