
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য শেষে কেক কাটা, র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সদস্য বাবু সরকার, প্রধান শিক্ষক শেখ মাহমুদ, সরিষাবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী
সদস্য মোস্তাক আহমেদ মনিরসহ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী। অপর দিকে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদিন তারা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম ফজলুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ।
মোস্তাক/বার্তাবাজার/এম আই