আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোট ব্যয় এক লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি। এর নব্বই ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। আমরা সবসময় শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে। আমরা শান্তিকামী দেশ। তবে রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে আছে। স্বাধীনতা যুদ্ধের সময়ও রাশিয়া আমাদের সহযোগিতা করেছে।
নিত্যপণ্যের বাজার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘মানুষ বাজারে গিয়ে মালপত্র কিনেই বের হচ্ছেন। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাজারে ট্রাকে ট্রাকে মালপত্র বিক্রি হচ্ছে।’
সভার কার্যবিবরণী তুলে ধরতে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বাজারদর নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। ভারত ও যুক্তরাজ্যের তুলনায় আমাদের মূল্যস্ফীতি কম। বাজারে ক্রেতারা ঢুকছে, মাল কিনেই বের হচ্ছে। গতকাল সিলেটে গিয়েছিলাম। সেখানে দেখলাম ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে।’
The post সব সময় বাংলাদেশের পাশে আছে রাশিয়া: পরিকল্পনামন্ত্রী appeared first on bd24report.com.