নিজস্ব প্রতিবেদক :
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৯ দিনপর মিজানুর রহমান মিঠু(৫০) নামে একজনের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিঠু ওই গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ১লা নভেম্বর(সোমবার) মিঠু বাড়ি থেকে স্থানীয় জয়বাংলা বাজারে যাওয়া উদ্দেশ্যে বের হয়। পরে বাড়িতে না ফেরায় ওইদিন তার স্ত্রী শৈলকূপা থানায় সাধারন ডায়েরি করে। জিডি মোতাবেক পুলিশ তদন্ত নামে। আজ(বুধবার) সকালে নিহতের এক প্রতিবেশী মাঠে যাচ্ছিল। পার্শ্ববর্তী ধানক্ষেতে বস্তাবন্দি লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
The post শৈলকুপায় কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার appeared first on শৈলবার্তা.