
শেরপুরে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ ২০২০-২১ এর জেলা আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে শেরপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষে এক আলোচনা সভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জমশেদ আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক উওম কুমার নন্দি, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু।
আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ২০২০-২০২১ এর ৩২ টি কলেজের শিক্ষার্থীরা ১৩ টি ইভেন্টে অংশ নেবেন।
বুলবুল/বার্তাবাজার/এ.আর