September 28, 2022

নিহত খুকনী ইউনিয়নের জালাল প্রাং- এর ছেলে জহুরুল ইসলাম (৬৫)। আজ রবিবার (১৩মার্চ) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এনায়েতপু থানায় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ট্রাক ড্রাইভার পলাতক এখনো আটক করতে পারিনি থানা পুলিশ ট্রাকটি থানার নেওয়ার ব্যবস্থা চলছে।

স্থানী সূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক বালু ফেলার সময় ট্রাকটি পিছনে দিকে নেওয়ায় লোকটি ট্রাকের চাপা পড়ে। পাশে কাজ করা য় মানুষ গুলো দেখার সাথে সাথে চিলিয়ে ট্রাকটি বন্ধ করপ এতে ঘটনাস্থলেই নিহত হন।

তদন্ত অফিসার মোঃ সুজিত জানান, নিহত জহুরুল ( ৬৫) কে খাজা ইউনুস আলীর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সাথে সাথে মৃত্যু ঘোষণা করেন ডাঃ।

রাকিব/বার্তাবাজার/এম.এম

Leave a Reply

Your email address will not be published.