ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের চতুর্থ দিনে দেশটির বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে বলে দাবি রাশিয়ার। এদিকে রুশ বাহিনীকে প্রতিহত করতে লড়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। লড়াইয়ে রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হান্না মালিয়া।
রোববার (২৭ ফেব্রুয়ারি) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হানা মালইয়া লিখেছেন, সঠিক সংখ্যাটি বের করা হচ্ছে। ইউক্রেনীয় বাহিনীর হাতে রুশদের ১৪৬টি ট্যাংক, ২৭টি যুদ্ধবিমান এবং ২৬টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে তার এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তারা এখন পর্যন্ত হতাহতের কথা স্বীকার করেনি। এছাড়া আল জাজিরা জানায় তাদের পক্ষেও ইউক্রেনীয় সেনাদের দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয়রা তার মাতৃভূমিকে বাঁচাতে রাশিয়ার আক্রমণ থেকে ইউরোপ ও এর মূল্যবোধকে রক্ষা করার সাহস দেখিয়েছে। এটি শুধু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নয়। এটি ইউরোপের বিরুদ্ধে, ইউরোপীয় কাঠামোর বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, মৌলিক মানবাধিকারের বিরুদ্ধে, বিশ্বব্যাপী আইন, নিয়ম ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।
বিশ্বের সকল নাগরিক, ইউক্রেনের বন্ধু, শান্তি ও গণতন্ত্রকে সম্বোধন করে তিনি বলেন, যে কেউ ইউক্রেন, ইউরোপ ও বিশ্বের প্রতিরক্ষায় যোগদান করতে চাইলে রাশিয়ার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের সাথে সাথে লড়াই করতে পারে।
প্রসঙ্গত, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বেলারুশে প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার এই শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বেলারুশে নয়, অন্য কোনো শহরে শান্তি আলোচনায় বসতে চান জেলেনস্কি।
The post লড়াইয়ে রাশিয়ার ৪৩০০ সেনা নিহত: ইউক্রেন appeared first on bd24report.com.