
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প হতে স্থানীয় এক সন্ত্রাসীকে অস্ত্র-গুলি ও চোলাই মদসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
সে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম হ্লেদার আবুল খায়েরের ছেলে মজিবুর রহমান উরুফে মিজানুর (২৫)।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। সে ডাকাত খালেক গ্রুপের চিহ্নিত সদস্য ও ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান পরিচালনাকালে রাতে ক্যাম্প অভ্যান্তরে ১ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিমতে নুরালী পাড়ার চিহ্নিত সন্ত্রাসী ইমাম হোসেনের বাড়ির বেড়ার পাশ হতে ১টি দেশীয় তৈরি এলজি ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় আসামীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর