
ইউক্রেনে রুশ সৈন্যের হামলায় কিয়েভের বাইরে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানীর বাইরে হোরেঙ্কায় ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং প্রযোজক ওলেক্সান্দ্রা কুরশিনোভার গাড়িতে গোলা আঘাত হানলে তারা নিহত হন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার জন্য রুশ সেনাদের দায়ী করেছে।
ফক্স নিউজের উপস্থাপক বিল হেমার মঙ্গলবার সকালে জাকরজেউসকির মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। তিনি বলেন, প্রয়াত সাংবাদিক নিউজ চ্যানেলটির একজন ‘কিংবদন্তি’। তাকে হারানোর ক্ষতি বিশাল। তিনি আমাদের সাথে থাকাবস্থায় ইরাক, আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধ কভার করেছেন।
‘আমাদের সিইও সুজান স্কট কিছুক্ষণ আগে বলেছেন-পিয়েরে ফটোগ্রাফার, প্রকৌশলী এবং সম্পাদক ও প্রযোজক- সব ক্ষেত্রে সব ধরনের কাজে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়তেন। তিনি অত্যন্ত চাপের মধ্যে এবং অসাধারণ দক্ষতার সাথে কাজ করতেন’, বলেন হেমার।
ইউক্রেনের হিসাব অনুযায়ী, জাকরজেউসকি এবং কুরশিনোভার মৃত্যুতে যুদ্ধে এ পর্যন্ত সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫।
বার্তাবাজার/এম আই