চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন। যুদ্ধ থামাতে বেলারুশ সীমান্তে শান্তি আলোচনা শুরু করেছেন দুই দেশের প্রতিনিধি দল। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলায়াকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারই হলো আলোচনায় মূল বিষয়। দেশটিতে যুদ্ধবিরতি এবং সেখান থেকে রুশ সেনা প্রত্যাহার চেয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার চাওয়া ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয়।
ভ্লাদিমির মেডিনস্কি বলেন, এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তাতে উভয় পক্ষের স্বার্থ রক্ষা সম্ভব হবে। স্থানীয় সময় বেলা ১২টার দিকে আলোচনা শুরু হবে বলে আশা করছেন তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সামান্য হলেও শান্তি ও যুদ্ধবিরতির আলোচনার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। যাতে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা না করার জন্য কেউ দোষ দিতে পারে।
The post রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা শুরু appeared first on bd24report.com.