
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট দখলে ব্যর্থ হওয়ায় হল গেটে তালা দিয়েছে হল শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে হলের মূল ফটকে তালা দেয় তারা। এসময় হল প্রাধ্যক্ষকের পদত্যাগের দাবি জানানোর পাশাপাশি বিকেল চারটা পর্যন্ত হল গেটে তালাবদ্ধ রাখেন নেতাকর্মীরা।
কিন্তু হল শাখা ছাত্রলীগের অল্প কিছু নেতাকর্মী বলছেন, ডাইনিংয়ের খাবারে কটন বার্ড পাওয়ার ঘটনায় হলের সাধারণ শিক্ষার্থীরা হল গেটে তালা দিয়েছেন।
তবে ছাত্রলীগেরই একাধিক কর্মী বলেন, এই তালা দেওয়ার বিষয়টি ছিল ‘পূর্ব পরিকল্পিত’। গতকাল অবৈধভাবে থাকা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে হল থেকে নামিয়ে দেওয়ার বদলা হিসেবে এমনটা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হল শাখার একজন ছাত্রলীগকর্মী জানান, আজকের আন্দোলনটি গতকালকের অবৈধ শিক্ষার্থীদের হল থেকে নামানোর ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত।
এদিকে বৈধ শিক্ষার্থীকে তার সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে আসন্ন হল সম্মেলনে জিয়া হল শাখার সভাপতি পদপ্রার্থী রাশেদ মিয়ার বিরুদ্ধে।
বার্তাবাজার/আর এম সা