
রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা আশিয়ানসিটি এলাকা থেকে ২৫০ পিচ ইয়াবাসহ মোঃ জানে আলম রুশদী সৈকত(৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণখান থানা পুলিশ।
মঙ্গলবার (১ মার্চ) সকালে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২৫০ পিচ ইয়াবাসহ বিভিন্ন নেশা গ্রহণ সামগ্রী উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার এ.এস.আই আসাদুজ্জামান বার্তা বাজারকে জানান, দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জানে আলম রুশদী সৈকতকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্বীকার করেন সে দক্ষিণখান থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
দক্ষিণখান থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
তনু/বার্তাবাজার/এ.আর