
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট কর্তৃক পরিচালিত উপজেলা রিসোর্স টিম সদস্যদের জন্য “প্রশিক্ষক প্রশিক্ষন” (টিওটি) কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় কম্পিউটার ল্যাবে দুইদিন ব্যাপী চলমান এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরূত্বারোপ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
কাউনিয়া, সদর, তারাগঞ্জ, পীরগঞ্জ ও পীরগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন।
রকি/বার্তাবাজার/এ.আর