
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার তুঙ্গে কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির বেশ কয়েকটি চরিত্র মন কেড়েছে দর্শক মহলে। কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই নামগুলো এখন তরুণ প্রজন্মের মুখে মুখে।
এখন পর্যন্ত নাটকটির মোট তিনটি সিজন প্রচার হয়েছে। তবে, পরবর্তী সিজন দেখতে উদগ্রীব দর্শক মহল। তাদের চাহিদা মেটাতেই নাটকটির চতুর্থ সিজন নির্মাণ সম্পুন্ন হয়েছে। যা আগামী ১১ মার্চ থেকে প্রচার হবে।
পরিচালক কাজল আরেফিন অমি বলেন, সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) রাত ৮:২৫ মিনিটে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ প্রচার হবে আগামী ১১ মার্চ থেকে। টিভিতে প্রচারের পর ধ্রুব টিভি নামের ইউটিউ চ্যানেলেও দেখা যাবে প্রতিটি পর্ব।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল প্রমুখ।
বার্তাবাজর/ না. সা.