
যুদ্ধাপরাধ মামলার আসামি আব্দুর রশিদ সরকারকে (৮৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহের ফুলপুরে আমুয়াকান্দা-পয়ারী রোডস্থ বাসা থেকে এই বৃদ্ধাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের মৃত তরিফ উদ্দিন সরকার ও মৃত আইতন নেছার ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বার্তাবাজার/এম আই