তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৮৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও শুক্রবার জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন দাস। ব্যাট হাতে লিটন দাস করেন ১৩৬ রান।
এদিকে আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল টাইগাররা। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায় আফগানিস্তান। বাংলাদেশ জয়ী হয় ৮৮ রানে।
এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
The post ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন লিটন appeared first on bd24report.com.