
সিরাজগঞ্জে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১২ মার্চ) সকালে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
ওই উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক ও বিনায়েকপুর গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে মঞ্জুরুল হক রাজিব (৩৬) ও তার মেয়ে তানসিম খাতুন রাকার (৯)।
থানার ওসি বলেন, রাজিব সম্প্রতি তার চাচার কাছ থেকে জমি কেনেন। কিন্তু সেই জমি বুঝিয়ে না দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর শনিবার সকালে বাড়ির একটি ঘরে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর রাজিব গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মালেক/বার্তাবাজার/এ.আর