
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া এক রুশ সৈন্য মৃত্যুর আগে তার মায়ের কাছে আবেঘন একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে সে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেছে বলে দাবি ইউক্রেনের।
বুধবার (০২ মার্চ) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়ত এক লিখিত বক্তব্যে এই দাবি করেন।
ইউক্রেনে মৃত্যুর আগে ওই রুশ সেনা মাকে পাঠানো চিঠিতে লিখেছেন, মা, আমি ইউক্রেনে, আমার ভয় করছে। মা আমাদের ওরা ফ্যাসিস্ট বলে। এটা খুবই কষ্টের।
জাতিসংঘের অধিবেশনে ওই বার্তার ছবি তুলে ধরে সের্গেই কিসলিয়ত বলেন, মৃত্যুর কয়েক মুহূর্ত আগে ওই চিঠিটি পাঠানো হয়। এটা দেখে ট্র্যাজেডির তীব্রতা উপলব্ধি করুন।
বার্তাবাজার/ না. সা.