
ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আনুষ্ঠানিক চিঠি দিলো ইউক্রেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান এই আহ্বান। ভিডিও বার্তায় ৪৪ বছর বয়সী প্রেসিডেন্ট বলেন- নতুন বা বিশেষ পদ্ধতিতে ইউক্রেনকে সদস্য করে নেওয়া আহ্বান জানানো হয়েছে ইইউকে।
তিনি আরো বলেন- কিইভের লক্ষ্য হবে সব ইউরোপিয়ানদের সাথে জোটবদ্ধ হয়ে থাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমতা বজায় রাখা।
তিনি জানান, সদস্য হতে চাওয়াটা ন্যায্য দাবী। এমনকি ২৭ দেশের জোট চাইলে সেটি বাস্তবায়ন সম্ভব বলেও জানান জেলেনস্কি। প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব দেখেছে ইউক্রেনের শক্তিমত্তা, শত্রুর মোকাবেলা সক্ষমতা। আর রাশিয়া মুখোশ খুলে দেখিয়েছে আসল ও ভয়ঙ্কর রূপ।
বার্তাবাজার/না.সা