
বড় ভাইকে মিলাদের মিষ্টি দিতে গেলে জমিসংক্রান্ত দ্বন্দ্বের জেরে বড় ভাই বেলালের হাতে ছোট ভাই দুলাল (৫০) খুন হয়েছেন। বুধবার (০৯ মার্চ) দুপুরে শেরপুরের শ্রীবরদি উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে আশরাফুল ইসলাম দুলাল (৫০)। আর ঘাতক তারই আপন ভাই বেলাল।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল বড় ভাই আমিনুল, বেলাল ও ছোট ভাই দুলালের মধ্যে। হঠাৎ করে বুধবার দুপুরে মিলাদের মিষ্টি নিয়ে বড় ভাই বেলালের ঘরে যায় ছোট ভাই দুলাল। পরে দুজনের মধ্যে শুরু হয় বাগবিতণ্ড। একপর্যায়ে ধারালো দা দিয়ে দুলালকে কোপ দেন বেলাল। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনার পর অভিযুক্ত দুই ভাই লিটন ও বেলালকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।
বার্তাবাজার/না. সা.