যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (এমসিসি) থেকে সহায়তা নেওয়ার পরিকল্পনা করেছে নেপাল। এই সহায়তা বন্ধে দেশটির কমিউনিস্ট নেতাদের ওপর চাপ সৃষ্টি করছে চীন।
এমসিসি’র মূলত একটি স্বাধীন সহায়তা সংস্থা। যা বিশ্বের দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। উন্নয়নের লক্ষ্যে এই সংস্থা থেকে সাহায্য নেওয়ার কথা ভাবছে নেপাল। কিন্তু যুক্তরাষ্ট্র নেপালকে কোনো সাহায্য করুক তা চায়না চীন। যার কারণে নেপালি কমিউনিস্ট নেতাদের ওপর চার সৃষ্টি করছে চীনা কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, নেপালের ক্ষমতাসীন জোটে থাকা কমিউনিস্ট নেতারা মার্কিন সহায়তা নেওয়ার প্রস্তাবে বিরোধিতা করবেন। চীনের চাপে এমনটা করবেন তারা বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।