নওগাঁর ধামইরহাট সীমান্তে মাতাল অবস্থায় দিলীপ কুমার (৪০) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ধামইরহাট উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
জানা গেছে, রাতে ইউনিফর্ম পরিহিত বিএসএফ সদস্য দিলীপ কুমার মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার শুরু করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সংবাদমাধ্যমকে বলেন, বিএসএফ সদস্য দিলীপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। স্থানীয়রা তাকে ঘিরে ফেলে ও খবর দিলে তাকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলীপ কুমার আমাদের হেফাজতে আছেন। আজ বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।
The post মাতাল অবস্থায় অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়ল বিএসএফ সদস্য appeared first on bd24report.com.