
পটুয়াখালীর মহিপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ নাসির উদ্দিন (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। গ্রেফতারকৃত আসামি নাসির উদ্দিন কক্সবাজার থানার উত্তলননিয়া এলাকার মৃত হোসেন আহম্মদ এর ছেলে।
র্যাব-৮ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মহিপুর থানাধীন পূর্ব বৌলতলী এলাকার তাছলিমা বেগম (৪০) এর বসত বাড়িতে এক মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলামের নের্তৃত্বে আনুমানিক রাত দশটার দিকে সেই স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার সময় র্যাব সদস্যরা ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০,৩০০ টাকা । গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দিন মুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মোঃ শহিদুল ইসলাম এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
সাব্বির/বার্তাবাজার/এম আই