
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ০২নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অসিত দেব ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস ১০ সদস্যের এই কমিটি অনুমোদন করেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন কমিটির তালিকা নাটোরের গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে।
এই কমিটিতে সোহেল রানা জাফরকে সভাপতি ও মো. মনিরুল ইসলাম মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোহেল রানা জাফর বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং মো. মনিরুল ইসলাম মনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আশরাফুল ইসলাম ও শাহেদুল ইসলাম (রকি সরকার), যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হায়দার আলী ও আব্দুর রহিম। এ ছাড়া মাহাবুবুর রহমান মামুন প্রচার সম্পাদক এবং মাসুম পারভেজ রুবেল ও মোঃ মুক্তার শেখকে সদস্য করা হয়েছে।
শুভ/বার্তাবাজার/এ.আর