
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাসহ হত্যা মামলার ওয়ারেন্টূক্ত আসামী জাহাঙ্গীর আটক। বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ তাকে আটক করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জের ভৈরবের মৃত এমাদ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া।
শুক্রবার বেলা ১২ টায় ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ধৃত আসামীর দখলে থাকা ইঞ্জিন চালিত ভ্যান গাড়ী তাল্লাশী করিয়া ভ্যান গাড়ীটির বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি বান্ডিলে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে নরসিংদী জেলার বেলাব থানায় হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভূক্ত একজন আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সন্তোষ চন্দ্র/বার্তাবাজার/মনির