
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দশম দিন আজ। ইউক্রেনের দুইটি শহর থেকে তাদের বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে রুশ সৈন্যরা। শহর দুটি হল- মারিউপোল ও ভলনোভাখা।
শনিবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিউম্যান করিডোর’ হিসেবে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সাথে একমত হয়েছে রাশিয়া। সূত্র: বিবিসি
বার্তাবাজার/এম আই