এস আর নিরব যশোরঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন,বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের মজ্ঞুুরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (২৭) বেনাপোল পোটথানাধীন কাগমারী গ্রামের আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম (৪০) ও কাগমারী গ্রামের শাহ আলমের ছেলে আরজু (১৯)।
এ বিষয়ে পুলিশ জানায় রবিবার (৯ জানুয়ীর)ভোরে পোর্ট থানাধীন সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে