ঝিনাইদহের চোখ-
আমাদের মুক্তিযুদ্ধে নারীরও ছিল সক্রিয় অংশগ্রহণ। যুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি নারী বিভিন্নভাবে এ সময় সহযোগিতা করেছেন। বীরপ্রতীক মুক্তিযোদ্ধা তারামন বিবি তেমনই একজন নারী। সেইসব অজানা নারীর বীরত্ব তুলে ধরা হবে ‘তারামন’ সিনেমায়। এবং তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
নবীন নির্মাতা আমিনুর ইসলাম লিটনের পরিচালনায় সিনেমাটি নির্মিত হবে। আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
তানহা বলেন, ‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু স্যার। আমিনুর ইসলাম লিটন ভাই পরিচালক হিসেবে নতুন হলেও আগে বেশ কিছু ডকুমেন্টারি নির্মাণ করেছেন। আশা করছি ভালো কিছু হবে।’
উজান প্রকাশনীর ব্যানারে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি পুরোপুরি তারামন বিবির বায়োপিক নয়, তবে তার জীবনের কিছু ঘটনা তুলে ধরা হবে। ডিসেম্বরে উত্তরবঙ্গ, মানিকগঞ্জ ও ঝিনাইদহ অঞ্চলে শুরু হবে এর শুটিং।
The post বীর নারী তারামন বিবির চরিত্রে তানহা/শ্যুটিং হবে ঝিনাইদহ-মানিকগঞ্জ-উত্তরবঙ্গ appeared first on Jhenidaherchokh.