
বিয়ানীবাজারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে সরকারি কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বৈরাগীবাজার খশির নাওয়া বাড়ী এলাকার আবু তাহেরের পুত্র আবু নাসের তালহা (১৭) ও একই এলাকার নাজিম উদ্দিনের পুত্র রেজাউল ইসলাম (১৮)। তারা দুইজনই বিয়ানীবাজার সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজে প্রবেশ নিয়ে আহত দুই শিক্ষার্থীর সাথে কয়েকজন ছেলের কথা-কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এক পর্যায়ে ঐ দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় এখনও কোন অভিযোগ কেউ করেননি।
ফাহিম/বার্তাবাজার/এম আই