
বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন ও চাঁদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
মোশারফ/বার্তাবাজার/এম আই