
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সাথে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ অডিটোরিয়াম নবাগত জেলা প্রশাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় ইউএনও (ভার) হাসিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ওসি.তারিকুজ্জামান,উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা,কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মেহেদী/বার্তাবাজার/এম.এম