
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় মাকে চিঠি লিখে দশম শ্রেণির এক তরুণী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার (১২মার্চ) রাতে অই উপজেলার জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানের কন্যা স্কুলছাত্রী সিমাকে নিয়ে তার মা জান্না এলাকার আব্দুল করিমের বাড়িতে ভাড়া থেকে চাকরি করতেন। সে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্থানীয় কেজি স্কুলের জনৈক শিক্ষক সিমার নামে কুৎসা রটিয়ে আপত্তিকর ছবি ফেসবুকে দেয়। এ জন্য সিমা আত্মহত্যা করেছে বলে তার মা দাবি করেছে।
আত্মহত্যার আগে সিমা একটি চিরকুট লিখে যায়। তাতে লিখা ছিল- ‘মা আমি চলে গেলাম, আমার জন্যে দোয়া করো, মরণের পরেও আমি তোমার আশেপাশে আছি জেনে রেখো।’
নির্কটর্বতী থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সাটুরিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে রহস্য উদঘাটনের চেষ্টা অব্যহত আছে।
বার্তাবাজার/এম.এম