
প্রেমের টানে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও ছেলেসহ তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায়।
বুধবার (২ মার্চ) ভোররাতে থানার নগরঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বামী গোলাম মোড়লের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গোলাম মোড়ল নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
এঘটনায় আটককৃতরা হলেন- স্ত্রী রেহেনা খাতুন (৩৫),ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি (৩০)।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান,বুধবার সকালে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে সুরতহাল রিপোর্টে গলায় মোটা দড়ি পেঁচানো দাগ রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- গোলাম মোড়লকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রেহেনা খাতুনের সাথে আত্মীয়তার সুবাদে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পরে বলে পুলিশের ধারণা।
বার্তাবাজার/ না. সা.