
রাজধানীর পূর্ব রাজারবাগ এলাকার একটি বাসা থেকে অনন্যা রানী রায় (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) রাতে সবুজবাগের পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার নিজ বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় বলে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব রাজারবাগ এলাকার একটি বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অনন্যার বাবার কাছে জানতে পেরেছি, এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনন্যার। প্রেমিকের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বাবা জানান, শুনেছি এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কী কারণে অনন্যা গলায় ফাঁস দিয়েছে, এ বিষয়ে তেমন কিছু জানি না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বার্তাবাজার/জে আই