টানা এক মাসের উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি হামলা চালায় রুশ সেনা। বৃহস্পতিবার সকাল থেকে প্রথম দিনের হামলায় ইউক্রেনের অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক নাগরিক রয়েছেন। এদিকে যুদ্ধ চালিয়ে যাবেন বলেই ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাষ্ট্রীয় প্রধানকে হত্যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়। ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা ও দেশটির সকল নাগরিকদের মাতৃভূমি রক্ষা করার জন্য অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এছাড়াও আরেক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাদেরকে দেশকে রক্ষার জন্য (সবাই) আমাদেরকে একা ছেড়ে গেছে। ইউক্রেনকে রক্ষায় আমাদের পাশে থেকে কারা লড়াই করতে প্রস্তুত? আমি কাউকেই দেখতে পাই না। ন্যাটোর সদস্যপদ পাওয়ার ব্যাপারে কে ইউক্রেনকে নিশ্চয়তা দেবে? সবাই ভীত।
তিনি আরও বলেন, ইউক্রেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য করতে আমি ২৭ জন ইউরোপীয় নেতাকে অনুরোধ করেছি। কিন্তু কেই কোনো উত্তর দেয়নি। সবাই ভীত।
The post প্রথম দিনের হামলায় ইউক্রেনে ১৩৭ জন নিহত appeared first on bd24report.com.