
কুমিল্লার মেঘনাতে গ্রেফতারি পরোয়ানা থাকায় ৮জনকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেঘনা থানার একাধীক টিম ঢাকা, নারায়নগঞ্জসহ মেঘনা থানার বিভিন্ন স্থান থেকে সারারাত অভিযান পরিচালনা করে ৮ জন পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে মোঃ সজল মুন্সি , মোঃ শেখ আলম, বিল্লাল মুন্সি, মোঃ সাগর, মাধবপুর গ্রামের খবির মুন্সির স্ত্রী জোসনা বেগম,জয়নগর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে মোঃ মোর্শেদ মিয়া, জয়নগর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মোঃ মনির মিয়া, মানিকার চর গ্রামের মোঃ অলি মিয়ার ছেলে মোঃ টিপু।
পরোয়ানাভূক্ত আসামীদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন এস আই আহমেদ মোর্শেদ, এস আই মোশারফ হোসেন, এস আই সাইফুল ইসলাম, এস আই মিলন মিয়া, এস আই নাজির হোসন, এস আই উজ্জ্বল চন্দ্র সূত্রধর, এ এস আই আলী হোসেন বিপিএম, এ এসবআই বল্লভ মজুমদার, এ এস আই ইকবাল হোসেন।
গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসলাম/বার্তাবাজার/এ.আর