বেশ কয়েকদিন ধরেই শোবিজ জগতের তারকারা নতুন এক সমস্যায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রোফাইলে ‘রিমেম্বারিং’ ট্যাগ দেখা যায়। মূলত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তাদের আইডিতে ‘রিমেম্বারিং’ ট্যাগ জুড়ে দেয়।
‘রিমেম্বারিং’ ট্যাগের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিচ্ছে যে ওই তারকা মারা গেছেন। ‘রিমেম্বারিং’ ট্যাগটি জুড়ে দেওয়া হয় এই কারণে যেন ওই ব্যক্তির মৃত্যুর খবরটি তার অনুসারীরা জানতে পারে এবং কেউ ওই ব্যক্তির আইডি বা পেজে প্রবেশ করলে যেন তার জন্য দোয়া করতে পারেন।
সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক জায়েদ খান, তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ, শরিফুল রাজ, হিরো আলম, মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাসহ অনেক তারকাকেই ‘মৃত’ ঘোষণা করেছে ফেসবুক। এবার সেই তালিকায় নাম উঠলো আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলের।
নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে ‘রিমেম্বারিং’ ট্যাগ। এ নিয়ে নোবেল নিজেও বিব্রত। এ সমস্যার সমাধানে অভিজ্ঞদের সাহায্য চান নোবেল। কিন্তু তার সেই পোস্টে নেটিজেনদের হাসি-তামাশার মন্তব্যই বেশি লক্ষ্য করা যায়।
The post নোবেলকে মৃত ঘোষণা করল ফেসবুক! appeared first on bd24report.com.