
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছায় হয়ে যায়। আগুনে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৬ মার্চ) বিকেলে অগ্নিকান্ডের ঘটনাটি নাসিরনগর উপজেরার সদর ইউনিয়নে ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর ফায়ার সার্ভিসের দলনেতা হিমাংশু রঞ্জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল পাঁটার দিকে উপজেলা পরিষদের পেছনে ওয়ালী মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি রান্না ঘরে আগুন লাগে। রান্না ঘরের আগুন থেকে পারে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা প্রায় দেড়লাখ টাকা মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। সেখানে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়ন তারা।
নাসিরনগর ফায়ার সার্ভিসের দলনেতা হিমাংশু রঞ্জন জানান, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রেপাত। প্রায় দেড় লাখ টাকা মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ঘরে থাকা ৩০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সন্তোষ চন্দ্র/বার্তাবাজার/এম আই