
হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ফতুল্লার জামতলা এলাকা থেকে রোববার (১৩ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির হোসেন (৪০)। সে পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে।
র্যাব বিজ্ঞপ্তিতে জানান, মনির হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। যার মামলা নং-৮০(০৬) ২১, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-৪২০/২১।
প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এম.এম