
নান্দাই উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কলম দিয়েছে ছাত্রলীগের নেতারা। আজ বৃহস্পতিবার বেলা ১ টার দিকে পৌর ছাত্রলীগের উদ্যােগে এই কলম বিতরণ করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের নির্দেশনায় এই কলম বিতরণ করেন পৌর ছাত্রলীগ ছাত্রনেতা মোখলেছুর রহমান হৃদয়। প্রতিষ্ঠান তিনটি হলো- সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, মুশুলী কলেজ ও চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়।
কলম বিতরণ কার্যক্রমে উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও তিনটি প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মজিবুর/বার্তাবাজার/এম.এম