
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের (বিজরুল) পরিষদে বিকাল ৪ টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ইইপি সদস্য হাসেম আলীর সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন বিজরুল হাইস্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ও সহকারী শিক্ষক দিলীপ কুমার এবং কেজি একাডেমির ছাত্র ছাত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সচিব আঃ বাসেদ, বিজরুল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার, সহকারী শিক্ষক দিলীপ কুমার,বিজরুল মেধা বিকাশ কেজি একাডেমির শিক্ষক মামুনুর রশীদ মামুন, ইইপি মহিলা ভাইস চেয়ারম্যান জোৎনা, বেবি নাজনীন, আঙুরি, ইউপি সদস্য হাকিম,প্রসন্ন কুমার, রহিম, ইব্রাহিম, বাবু, আশরাফ, কামরুল, জলিল, গ্রাম পুলিশের সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
নাজমুল/বার্তাবাজার/এ.আর